সমাজের কথা ডেস্ক : সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার এ আহ্বান জানান। এ সময় তিনি সৌদি আরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থীদের পড়াশোনা করার সুযোগ তৈরি আহ্বান জানান।
পরে শামসুল হক বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে প্রবাসীদের সেবা প্রদান কেন্দ্র পরিদর্শন করেন ও সেবা নিতে আসা প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা প্রদান পদ্ধতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, প্রবাসীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। তাদের যেকোনো সমস্যায় দূতাবাস যেনো সবসময় পাশে থাকে। প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন সম্পর্কে অবহিত করা ও নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে তারা যেনো এ দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পারে। এ বিষয়ে প্রবাসীদের কাউন্সেলিং করতে হবে। বুধবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।