সমাজের কথা ডেস্ক : নিজ দেশের সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার একটি ট্যাংক মহড়ায় অংশ নিয়ে কিম এ নির্দেশ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মহড়ায় অংশ নিয়ে কিম উত্তর কোরিয়াকে 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ' হিসেবে প্রশংসা করেন। এ সময়ই তিনি তার দেশের সৈন্যদের 'লড়াইয়ের মনোভাব' জোরদার করতে এবং 'যুদ্ধের প্রস্তুতি' সম্পূর্ণ করার নির্দেশ দেন। এ সময় ট্যাংক মহড়ার নেতৃত্ব নিজেই দেন কিম।
দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা বলছেন, বুধবার যে ট্যাংকের মহড়া সম্পন্ন হয়েছে তা সর্বপ্রথম ২০২০ সালে একটি সামরিক প্যারেডের সময় উন্মোচন করা হয়েছিল। ট্যাংকটি স্থাপনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছে তারা।
গত সপ্তাহেও একটি সামরিকঘাঁটি পরিদর্শনের সময় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দিয়েছিলেন কিম।