সমাজের কথা ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে প্রবাস আয় এসেছে প্রায় ৭৪ কোটি মার্কিন ডলার। আগস্টে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার। ফলে চলতি মাসের প্রথম ১৫ দিনেও প্রবাস আয় আসার গতি গত আগস্টের মতোই। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডলারের বেশি দাম নেওয়ায় বেসরকারি খাতের ১০ ব্যাংককে সম্প্রতি নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বেশির ভাগ ব্যাংক এখন ঝুঁকি নিয়ে প্রবাস আয়ে ডলারের বেশি দাম দিচ্ছে না। এতে প্রবাস আয় কমে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৫ দিনে যে পরিমাণ প্রবাস আয় দেশে এসেছে, তার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ছয় কোটি ৬৪ লাখ ডলার ও বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৫ কোটি সাত লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ লাখ ৯০ হাজার ডলার।