সমাজের কথা ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুনানির জন্য আদিয়ালা কারাগারে আজ অস্থায়ী আদালত স্থাপন করা হয়। সেখানে শুনানির আগে ইমরান খান বলেছেন, আমরা সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এবং সেনাবাহিনীর এখন আলোচনার জন্য তাদের প্রতিনিধি মনোনীত করা উচিৎ।
প্রায় এক বছর ধরে কারাবাসে থাকা ইমরান আরও বলেন, তার দল সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ তুলেনি শুধু সশস্ত্র বাহিনীর সমালোচনা করা হয়েছে।
সাবেক এই পাক প্রধানমন্ত্রী আরও বলেছেন, ২০২৩ সালের ৯ মে'র ঘটনায় যদি কোনো পিটিআই কর্মীকে দোষী হিসেবে পাওয়া যায় তাহলে কর্তৃপক্ষের উচিৎ ওই ব্যক্তিতে সাজা দেওয়া।
এদিন ইমরান খান আরও বলেন, ক্ষমতাসীন সরকার আমার পার্টি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ককে নষ্ট করে পিটিআইকে ধ্বংস করতে চায়।