নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর) : পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, সুশৃংখল জাতি গঠনে খেলাধূলার বিকল্প নেই। যে দেশ খেলাধূলায় যত উন্নত, সেই দেশ তত সমৃদ্ধ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, এভাবে আয়োজনের মধ্যে দিয়েই একদিন প্রত্যন্ত এলাকা হতে জাতীয় দলের খেলোয়াড় বেরিয়ে আসবে। একদিন দেশের সুনাম কুড়িয়ে আনবে তারা।
টিএম সাইফুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন এ্যাসিল্যান্ড আলী হাসান, অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌর কাউন্সিলর বাবুলাল চৌধূরী, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ প্রমুখ।
এদিন সন্ধ্যায় প্রতিমন্ত্রী উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজের উর্ধ্বমুখী সম্প্রসারিত ৩ তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্য রাখেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি এবং প্রতিষ্ঠানের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য’র সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। আর এ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না। তারাও প্রযুক্তি জ্ঞানে স্মার্ট হবে। বিশ্ব থেকে কোনো কিছুতেই পিছিয়ে থাকবে না। শিক্ষা এবং লার্নিং যেমন ই-শিক্ষা, ই-স্বাস্থ্য, ই-ব্যবসা, ই-ইকোনমি, ই-গভর্নেন্স হবে প্রযুক্তিগত জ্ঞানভিত্তিক। প্রতিটি ছেলেমেয়ে কম্পিউটার টেকনোলজি এখন থেকে শিখছে এবং আরও এগিয়ে যাবে। আমাদের পুরো জনগোষ্ঠীই হবে প্রযুক্তি জ্ঞানে স্মার্ট। বিশ্ব থেকে কোনো কিছুতেই পিছিয়ে থাকবে না। বিশ্ব এগিয়ে যাচ্ছে, তাহলে আমাদের ছেলেমেয়েরা কেন পিছিয়ে পড়ে থাকবে।
শিক্ষক আব্দুল মান্নানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী প্রমুখ।