নিজস্ব প্রতিবেদক : সুরবিতান সঙ্গীত একাডেমীর ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার বিকালে যশোর টাউন হল মাঠের রওশর আলী মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ৭১ জন শিশু একত্রে ‘এসো মিলন মেলায়’ সমবেত গান করে। রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, লালন, ছড়াগান এবং বড়দের পরিবেশনায় লোক নৃত্য আগত অতিথিবৃন্দ ও দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সুরবিতান সঙ্গীত একাডেমীর সভাপতি অ্যাড. শহিদ আনোয়ার এবং সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাসের উপস্থিতিতে গান এবং নৃত্য পরিবেশন করেন, অনুপমা সরকার, উর্মি দেবনাথ, পাপিয়া ঘোষ, সবিতা দেবনাথ, ডা. সুমন, সঞ্জয় সরকার, সন্ধ্যা অধিকারী, এনামুল হক, সজল মল্লিক, দিপক রায়, ঝিলিক, সুভাষ পাল, ওমর ফারুক, সফর রাজ্য জনি, অর্পন, অহনা, পৌষি, অর্পিতা, প্রাপঞ্জল, সুদীপ্ত, অত্রি, রিয়া, মনিরা, মৌনামি, জয়ী, বর্ষা, প্রভা, দিপান্তিকা, ইন্দিরা, সুদীপ, শুভদ্বীপ, অর্থথী, তনদ্রা, শ্রেয়সী, প্রঙ্গপ্তী, প্রাজ্ঞ বিশ্বাস, অর্ক, আকাশ, ঐশিকা, মিথি, রুবিনা আকরাম, নুপুর বিশ্বাস, মিথিলা এবং অন্তিকা প্রমুখ। সুরবিতান সঙ্গীত একাডেমী প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫২ সালে।