অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে হত্যা মামলার আসামি সুব্রত ম-ল (৪৮) খুনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে নিহতের ভাই অমৃত ম-ল বাদী হয়ে অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরম্নদ্ধে অভয়নগর থানায় এই মামলা দায়ের করেন।
এদিকে, হত্যাকা-ে জড়িত সন্দেহে উপজেলার পায়রা ইউনিয়নের দামুখালী গ্রামের মৃত শৈলেন ম-লের ছেলে শ্যামল ম-লকে (৬০) আটক করেছে পুলিশ। মামলার তদšত্মকারী কর্মকর্তা অভয়নগর থানার ওসি (তদšত্ম) মিলন কুমার ম-ল বিষয়টি নিশ্চিত করেন।
গত বুধবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার পায়রা ইউনিয়নের দামুখালী গ্রামে দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে সুব্রত ম-ল নিহত হন। নিহত সুব্রত ম-ল দামুখালী গ্রামের মৃত অনাদী ম-লের ছেলে। তিনি ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন।
এ ব্যাপারে মামলার তদšত্মকারী কর্মকর্তা অভয়নগর থানার ওসি মিলন কুমার ম-ল জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার পর (শুক্রবার) নিহত সুব্রত ম-লের ভাই অমৃত ম-ল বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার ভোররাতে দামুখালী গ্রামে অভিযান চালিয়ে শ্যামল ম-ল নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে শুক্রবার পি¯ত্মলের গুলির আরো একটি খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার দিন পিস্তলের আরো চারটি খোসা উদ্ধার করা হয়েছিল। খুনিদের সনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ১২ মে সন্ত্রাসীদের গুলিতে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক ও নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য খন্দকার রকিবুল ইসলাম খুন হয়েছিলেন। সাত মাস পর একই স্থানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সুব্রত ম-ল।