সমাজের কথা ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দুই দিনব্যাপী বার্ষিক নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ চলছে। ভোট চলবে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।
উচ্চ আদালতের এ নির্বাচনকে আইনজীবী সমাজে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। গত বছরের নির্বাচনে সহিংসতার ঘটনা দেশ জুড়ে আলোচিত হয়েছিল।
আওয়ামী লীগপন্থীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) নামে এবং বিএনপি-জামায়াতপন্থীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) নামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবারের নির্বাচনে সাদা প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর, সম্পাদক পদে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে নীল প্যানেলে সভাপতি পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভোটে লড়ছেন। এ দুজন গতবারের নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ দুই প্যানেলের বাইরে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ নির্বাচন করছেন। এ ছাড়া সম্পাদক পদে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী ও অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৩। গত কয়েক দিন আইনজীবী প্রার্থীরা প্রচার চালিয়েছেন। নির্বাচন পরিচালনায় ইতিমধ্যে জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরকে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
গত নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের পূর্ণ প্যানেলে আওয়ামীপন্থীরা বিজয়ী হন।