আল-মিকদাম ইবনু মা’দীকারিব রা: সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সা: বলেছেন : জেনে রাখো! আমাকে কিতাব এবং তার সাথে অনুরূপ কিছু দেয়া হয়েছে। জেনে রাখো! এমন একসময় আসবে যখন কোনো পরিতৃপ্ত লোক তার গদিওয়ালা আসনে বসে বলবে, আমার ও তোমাদের মাঝে এ কিতাবই (কুরআন) রয়েছে। তাতে আমরা যা হালাল পাব তা হালাল জানব এবং যা হারাম পাব, তা হারাম বলে গ্রহণ করব। নবী সা: জেনে রাখো! বিষয়টি কিছুতেই তা নয়।
-(সহিহ ইবনু হিব্বান (হাদিসবিডি): ১২; আবু দাউদ : ৪৬০৪; তিরমিজি : ২৬৬৪; ইবনু মাজাহ : ১২; দারেমি ১/১৪৪; হাকিম ১/১০৯)