নিজস্ব প্রতিবেদক : জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে যশোরের ঘোপ নওয়াপাড়া রোডের সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল চিত্রাংঙ্কন, গান, নাচ ও হস্তশিল্পের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, চশমা ও শিক্ষা উপকরণ বিতরণ।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে চিত্রাংঙ্কন, গান, নাচ ও হস্তশিল্পের প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, জেলা সমাজসেবা অধিপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, স্কুল কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার, সদস্য নির্মলা বিশ^াস, আয়েশা সিদ্দীকা প্রমুখ। প্রতিযোগিতা শেষে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণ করা হয়। এরপর পিকেএস এর পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করে চশমা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।