নিজস্ব প্রতিবেদক : হাজী আলমগীর কবির সুমনকে সভাপতি এবং এএসএম আরিফ চাকলাদারকে সাধারণ সম্পাদক করে যশোর জেলা সড়ক পরিবহন সমিতির ৪৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
রোববার সীমান্ত পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, পবিত্র কাপুড়িয়া, অসীম কুন্ডু, বদরম্নজ্জামান বাবলু, দাউদ হোসেন খান ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টূ।
নির্বাহী কমিটির অন্যান্য নেতারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুসলিম আলী, সহ-সভাপতি মাহমুদুল হাসান তোতা, সরোয়ার আলম, তারেক হোসেন, রজিবুল সরদার ও রফিকুল ইসলাম চান্দু, যুগ্ম-সম্পাদক শাহীন কবির,
সহ-সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জি উজ্জ্বল, ওহিদুজ্জামান পলাশ, বদরম্নজ্জামান, গোলাম মাওলা, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম লক্ষ্মী, সহ-সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, কোষাধ্যড়্গ মাসুদ রানা বাবু,
দপ্তর সম্পাদক মিরাজ হোসেন, সহ-দপ্তর সম্পাদক শেখ রাকিবুল আলম জয়, প্রচার সম্পাদক নুরম্নল হুদা, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন।
নির্বাহী সদস্য শফিকুর রহমান তারা, হাফিজুর রহমান, আফছার উদ্দিন গাজী, মোহন লাল কুন্ডু, আমির হোসেন, শেখ নুর মোহাম্মদ নুরম্ন, গোলাম মো¯ত্মফা, আজমল হোসেন, সালাউদ্দিন মিঠু, সহিদুল ইসলাম, সাহাবুদ্দীন
সাহেব, বিপস্নব অধিকারী, নজরম্নল ইসলাম, অসীম কুমার দত্ত, বাবর আলী গাজী, মঈন উদ্দিন মোড়ল, আজিজুল আলম মিন্টু, সেলিম রেজা মিঠু, বিশ্বনাথ ঘোষ বিষূ, মিজানুর রহমান, শাহাদৎ হোসেন লাল্টু ও নাজিম হোসেন বাহাদুর।