সমাজের কথা ডেস্ক : ভারতের নদিয়া সীমান্তে মৌমাছি দিয়ে নিরপত্তা নিশ্চিতের চেষ্টা করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেনা সদস্যদের পাশাপাশি, ‘প্রশিক্ষিত’ মৌমাছিদের সীমান্ত পাহাড়ায় কাজে লাগানোর কথা ভেবেছে তারা।
সেদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা হলেই ছুটে আসবে এক ঝাঁক ‘রক্ষী’। পাচারের চেষ্টা হলেও পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ক্ষমতা থাকবে ওই ‘প্রহরী’দের!
নদিয়ায় ২২২ কিলোমিটার জুড়ে ভারত—বাংলাদেশ সীমান্ত রয়েছে। ওই গোটা এলাকা জুড়েই এই ব্যবস্থা গড়ে তুলতে চাইছে বিএসএফ।
জানা গেছে, এই ব্যবস্থার মহড়াও চলছে এখন। সফল হলে পুরোপুরি ভাবে তা চালু হয়ে যাবে সীমান্তে। এই প্রথম সীমান্তে ‘বি কেজ’ তৈরি করে ‘জৈব প্রতিরক্ষা’ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
ইতিমধ্যেই নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের কাঁদিপুর অংশে কাঁটাতারের পাশে মৌমাছিদের চাষ শুরু হয়েছে। সীমান্ত লাগোয়া অংশে বসানো হয়েছে মৌমাছির খাঁচা।
খবরে বলা হয়েছে এমন ভাবেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে সীমান্তের কাঁটাতার নড়ে উঠলেই খাঁচা থেকে বেরিয়ে আসবে মৌমাছিরা। আক্রমণ করবে অনুপ্রবেশকারীদের উপর। কাঁটাতার পেরিয়ে লুকানোর চেষ্টা করলেও তাদের ধাওয়া করবে তারা।