ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ নতুন নতুন চমক উপহার দিচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় আইরিশ ক্রিকেটাররা বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশায় ভ্রমণ করেছেন। অনেক ক্রিকেটারতো রিকশাও চালিয়েছেন। এবার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে চায়ের দেশ সিলেটে চমক দিলেন দুই অধিনায়ক। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে দেখা গেলো চা শ্রমিকের বেশে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে ট্রফি উন্মোচনে দারুণ এক চমক দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটের চা বাগানে শ্রমিকের বেশে ট্রফি হাতে পোজ দিয়েছেন দুই অধিনায়ক। ১৭৫ বছরের পুরোনো মালিনীছড়া চা বাগানে ট্রফি নিয়ে চা শ্রমিকের সাজে পোজ দেন নিগার সুলতানা ও গ্যাবি লুইস।
মালিনীছড়া চা বাগান যেন প্রকৃতির হৃদয়ে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম। সিলেটে অবস্থিত এই বিস্তীর্ণ সবুজ ভূমি বিশুদ্ধতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি দেশের প্রথম চা বাগান হিসেবে পরিচিত। যা ১৮৫৪ সালে ব্রিটিশ বণিক লর্ড হার্ডসন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। তারা ১৭৫ বছরের পুরোনো ঐতিহাসিক মালনীছড়া চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করলেন।’
আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এখন মিশন টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার শুরু হবে তিন ম্যাচের সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ৭ এবং ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে; শুরু হবে দুপুর ২টা থেকে।