সিরিয়া থেকে ছোড়া রকেট বিস্ফোরণে তুরস্কের তিন নাগরিক নিহত হওয়ার পর সিরিয়ায় স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সোমবার (২১ নভেম্বর) সিরিয়া সীমান্ত লাগোয়া তুরস্কের কারকামিস জেলায় রকেট আঘাত হানে। এতে তিনজন নিহত হওয়ার পরই সিরিয়ায় কুর্দি সন্ত্রাসীদের ওপর কঠোর অভিযান চালানোর ইঙ্গিত দেন এরদোয়ান। তবে সিরিয়ায় বড় ধরনের অভিযান ও অত্যাধিক শক্তি প্রয়োগ না করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার বিশেষ দূত আলেক্সান্ডার লাভেরেনতেভ মঙ্গলবার বলেছেন, ‘আমরা আশা করি, উত্তেজনা উপশমে, সিরিয়ায় অত্যাধিক শক্তি প্রয়োগে বিরত থাকতে তুরস্ককে আমরা বোঝাতে পারব।’