পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৪ ইনিংস বল করে ১০ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৫ রান করায় সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য থাকলেও বাংলাদেশের জয় পেতে বেগ পেতে হয়নি।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ।
সর্বোচ্চ উইকেট শিকারের দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ৪ ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট শিকার করে পাকিস্তানকে হারের পথে ঠেলে দেন হাসান।
দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে বড় অবদান রাখেন আরেক পেসার নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে মিডল অর্ডারে টানা ৩ ওভারে ৩ উইকেট নিয়ে পাকিস্তনকে চাপে ফেলেন। ঐ ইনিংসে ৪৪ রানে ৪ উইকেট শিকার করেন রানা। সিরিজে ৬ উইকেট নিয়েছেন তিনি।
প্রথম টেস্টে বাংলাদেশের ১০ উইকেটের জয়ে অবদান ছিলো অলরাউন্ডার সাকিব আল হাসানের। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। পুরো সিরিজে তার শিকার ৫ উইকেট।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ২ ৪ ৬৩ ১৮৬ ১০
খুররাম শাহজাদ (পাকিস্তান) ২ ৩ ৫৭ ২২০ ৯
হাসান মাহমুদ (বাংলাদেশ) ২ ৪ ৫৭.৪ ১৯৩ ৮
নাহিদ রানা (বাংলাদেশ) ২ ৪ ৫১ ২৩৭ ৬
সাকিব আল হাসান (বাংলাদেশ) ২ ৪ ৬৮ ১৯২ ৫