ক্রীড়া ডেস্ক : নিয়মিত অধিনায়ক পল স্টার্লিংকে ছাড়াই সিরিজ জয়ের ম্যাচে নামে আইরিশরা। লড়ে গেলেও পাকিস্তানের সঙ্গে পেরে ওঠেনি তারা। উল্টো শেষ ম্যাচে ৬ উইকেটের এ জয়ে ২–১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেন বাবর–আফ্রিদিরা।
ডাবলিনে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে দিশা দেখান নতুন অধিনায়ক লরকান টাকার। তার টানা দ্বিতীয় ফিফটিতে ১৭৮ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। টাকার করেন ৪১ বলে ৭৩ রান। আইরিশদের ইনিংসটি বড় হতে দেননি শাহিনশাহ আফ্রিদি। মাত্র ১৪ রানে ৩ উইকেট শিকার করেন তিনি।
জবাবে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ৭৪ বলে ১৩৯ রানের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় পাকিস্তান। ৩ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে তারা। বাবর খেলেন ৪২ বলে ৭৫ রানের ইনিংস। রিজওয়ান করেন ৩৮ বলে ৫৬ রান। ৬ বলে ১৮ রান করেন আজম খান। মার্ক অ্যাডায়ার ২৮ রানে ৩ উইকেট নেন।
সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছিল আইরিশরা। এর পর দ্বিতীয় ম্যাচে তারা হেরে যায় ৭ উইকেটের ব্যবধানে।