নিজস্ব প্রতিবেদক : যশোর সিভিল সার্জন পরিচয়ে ফোন করে প্রতারণা করছে একটি চক্র। এ চক্রের খপ্পড় থেকে রেহাই পেতে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছে সিভিল সার্জন অফিস। রোববার সিভিল সার্জন অফিসের মিডিয়া সমন্বয়ক ডাক্তার অনুপম দাস তথ্যটি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিসের মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে জেলার সকলের অবগতির জন্য জানানো হয়েছে, প্রতারকরা মোবাইল নাম্বার(০১৯৯৩৮৩৪৮৪৪) ব্যবহার করে চিকিৎসকসহ বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে যশোরের বিভিন্ন মানুষকে ফোনে প্রতারণা করে আসছে।
ফোনে প্রতারক চক্র নিজেকে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা হিসেবে পরিচয় দান করছে। বিষয়টি সিভিল সার্জন অফিস অবগত হওয়াই জেলার মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। জানানো হয়েছে প্রতারক চক্রের সাথে সিভিল সার্জন অফিসের চিকিৎসকসহ কোন কর্মকর্তার কোন প্রকার সংশ্লিষ্টতা নেই।
এছাড়া সিভিল সার্জন অফিসের পরিচয়ে কেউ কোন প্রকার হয়রানির চেষ্টা করলে সিভিল সার্জনকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।