সমাজের কথা ডেস্ক : সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে যাওয়ায় তিন কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত এবং চার জন আহত হয়েছেন । অঅজ শুক্রবার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে উত্তর সিকিমের জেমা এলাকায় ।
ভারতীয় সেনাবাহিনীর কলকাতা ফোর্ট উইলিয়ামের বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে সেনাবাহিনীর তিনটি গাড়ি উত্তর সিকিমের ছাতেন থেকে ছাঙ্গুর যাচ্ছিল । এ সময় দুর্গম ওই পথের এক বাঁকে পিছলে যায় সেনাবাহিনীর কনভয়ের একটি গাড়ির চাকা। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে
১৬ ভারতীয় সেনা প্রাণ হারান। আহত হন চার সেনা। তাদের উদ্ধার করে আকাশপথে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।