সমাজের কথা ডেস্ক : ভারতের সিকিমে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। মৃতের মধ্যে রয়েছে একাধিক সেনা সদস্যও। টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তিস্তা নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়। লাচেন উপত্যকায় চুংথাং বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ায় ১৫—২০ ফিট উচ্চতার পানির ঢল নামে, এতে করে বারডাংয়ে থাকা সেনা যান ভেসে যায়। ভেসে যায় ২৩ জন সেনা সদস্য। সরকারি একজন কর্মকর্তা জানান, বন্যায় ১৪টি সেতু ধসে গেছে। প্রদেশের বিভিন্ন স্থানে আটকা পরে আছেন তিন হাজারের বেশি পর্যটক।
<< আরও পড়ুন >> ভয়াবহ বন্যার কবলে সিকিম : পশ্চিমবঙ্গে সতর্কতা
সূত্রে আরো বলা হয়, আরেকটি লেক থেকে পানি প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে সিকিম সরকার। পর্যটকদের সতর্ক করে এখন এই প্রদেশে না যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। একইসঙ্গে সেনাঘাঁটি থেকে অস্ত্র ও গুলি ভেসে যাওয়ায় বিপদের মাত্রাও এখন বেশি বলে জানিয়েছে সিকিম সরকার।
সিকিমের প্রধান সচিব বিজয় ভূষণ পাঠক বলেন, লাচেন ও লাচুংয়ে তিন হাজার পর্যটক আটকা পড়েছেন। সেখানে মোটরবাইকে যাওয় ৩১৫০ জন মানুষও আটকা পরে আছেন। বন্যার পানির কারণে তারা কোথাও যেতে পারছেন না। তাদের উদ্ধার করা হবে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে।