নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ‘বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ—পূর্ব এশিয়া অঞ্চলের রিজিওনাল পরিচালক নির্বাচিত হওয়ায় যশোর হাসপাতালে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ৯টায় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের সকল রোগী, চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।
আরও পড়তে পারেন : হু এর আঞ্চলিক পরিচালক হলেন পুতুল
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ, বিএমএ’র নেতা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সদস্য সচিব ডাক্তার গোলাম মোতুর্জা, ডাক্তার হিমাদ্রি শেখর সরকার, ডাক্তার মাহমুদুল হাসান পান্নু, ডাক্তার ফেরদৌসি পারভীন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম চক্রবত্তর্ী প্রমুখ।