ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের মেয়েরা।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে তাদের সামনে পাত্তা পেলো না কোনো দল। আজ ঢাকার কমলাপুর স্টেডিয়ামে ফাইনা তোরা নেপালকে ৩-০ গোলে উড়িয়ে চৗাম্পিয়ন হয়েছে।
খেরার প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়েছিল। ৪২ মিনিটে শাহেদা আক্তার রিপা ও ৪৫ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার গোল দুটি করেন।
দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে ব্যবধান ৩-০ হয়। খেলার ৮৭ মিনিটে রিপার ফ্রিকিক থেকে তৃতীয় গোলটি করেন উন্নতি খাতুন। আর তাতেই শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের। এ নিয়ে বয়সভিত্তিক সাফে বাংলাদেশ চতুর্থ শিরোপা জিতলো।