নিজস্ব প্রতিবেদক : যশোরে ইন্টারনেট টাওয়ার স্থাপনের নামে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৮ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার।
এর আগে বৃহস্পতিবার সাতক্ষীরা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যশোর ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রেজাউল করিম (৫৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্বপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫৮)।
ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, আটককৃতরা ইন্টারনেট নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে সারাদেশে প্রতারণা করে থাকে। দীর্ঘ এক মাস ধরে এ চক্রটি ছদ্মনাম ব্যবহার করে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলায় অফিস পরিচালনা করছিলো। তারা ইন্টারনেট নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের প্রলোভন দেখিয়ে মণিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমানের কাছ থেকে গত ৮ জুলাই নগদ ২৪ লাখ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মমিনুর রহমান বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন।
এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্ত করে। সর্বশেষ বৃহস্পতিবার ডিবি পুলিশের দুটি টিম নারায়নগঞ্জ ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে রেজাউল ও রফিকুলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া ২৪ লাখ টাকার মধ্যে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা আšত্মঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরম্নদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে।