সাতক্ষীরা প্রতিনিধি : সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যদের মধ্যে তিন সাতক্ষীরার মেয়ে। নিজ জেলায় সংবর্ধনায় এসে মেয়েদের জন্য আলাদা স্টেডিয়ামের দাবি তুলেছেন সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন।বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও আফঈদা খন্দকার প্রান্তিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রত্যেক খেলোয়ারের হাতে লাখ টাকার করে চেক তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক হোসেন।
সংবর্ধনা পেয়ে আপ্লুত খেলোয়াড়দের কণ্ঠে উচ্ছ্বাসের পাশাপাশি আক্ষেপও ঝরেছে। তাদের দাবি, জেলায় মেয়েদের বেড়ে ওঠার মত নেই কোনো স্টেডিয়াম। একটা উপযুক্ত মাঠ পেলে নতুন করে বেড়ে উঠতে পারে আরও অনেক নারী খেলোয়াড়। যে জেলা থেকে সাবিনা, মাসুরা, আফঈদার মত আন্তর্জাতিক খেলোয়াড় সৃষ্টি হয়েছে, সেখানে উপযুক্ত স্টেডিয়াম না থাকার আক্ষেপের কথা উঠে এল আফঈদা খন্দকার প্রান্তির কণ্ঠে।
তিনি বলেন, “অনেক কষ্ট করে দক্ষিণ পশ্চিমের শেষ জেলা থেকে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় হয়ে বেড়ে ওঠা কোনভাবেই সহজ কথা না। অথচ, এই জেলা থেকে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটসহ নানা খেলায় বিশ্বনৈপুন্য দেখাচ্ছে সাতক্ষীরার ছেলে-মেয়েরা।
“অথচ এই জেলায় নেই একটি পূর্ণ স্টেডিয়াম। এ জন্য দরকার একটি স্টেডিয়াম। সরকারের কাছে আমাদের দাবি, শুধু পূর্ণ একটি স্টেডিয়াম নয় মেয়েদের জন্য আলাদা স্টেডিয়াম চাই।”
সংবর্ধনা পেয়ে খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও গর্ববোধ করছেন। অধিনায়ক সাবিনা খাতুন নতুনদের উদ্দেশে বলেন, “ভাল খেলোয়াড় হতে আত্মপ্রচেষ্টার কোনো বিকল্প নেই। ভালো খেলোয়াড় হতে সব প্রতিকূলতাকে মাড়িয়েই নিজের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হতে হবে।” সেইসঙ্গে সরকারের কাছে নিজ জেলায় মেয়েদের জন্য একটি উপযুক্ত স্টেডিয়ামের দাবি তুলেছেন তিনি।
অনুষ্ঠানে শিশু-কিশোররা উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি নিজেদের চেষ্টায় জাতীয় দলে অবদান রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন নবীন খেলোয়াড় খুকুমনি।
মেয়েদের কণ্ঠে সুর মিলিয়ে জেলা প্রশাসক মোস্তাক হোসেন বলেছেন, যে মাটি থেকে সাবিনা, মাসুরা, আফঈদা, দৌড়বিদ দ্রুতমানবী শিরিনা, ক্রিকেটার মুস্তাফিজ, সৌম্য, শিবলুদের মত খেলোয়াড় থাকে সেখানে স্টেডিয়াম, সুইমিংপুল ও জিমনেসিয়াম না থাকা হতাশাজনক। জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এসব নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।