সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব প্রতীক বরাদ্দ করেন।
প্রতীক প্রাপ্তরা হলো আওয়ামীলীগ মনোনীত তিনজন, আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টির একজন, জাতীয় পার্টির তিনজন, জাকের পার্টির একজন, তৃণমূল বিএনপির চারজন, বাংলাদেশ কংগ্রেস এর দুইজন, এনপিপির তিনজন, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির একজন, সাম্যবাদী দলের একজন ছাড়াও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩০ জনের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার মোঃ হুমায়ুন কবীর সোমবার সকাল ১১ টা থেকে দুপুর পৌনে টার মধ্যে এসব প্রতীক বরাদ্দ করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ( পদোন্নতিপ্রাপ্ত ) সজীব খান, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম প্রমুখ। তবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সাতক্ষীরা ১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুতফুল¬াহার পক্ষে কেউ প্রতীক নিতে আসেননি।
প্রতীক পাওয়ার পরপরই সাতক্ষীরা ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ আ. ফ. ম রুহুল হক, সাতক্ষীরা —১ এর আওয়ামী লীগ প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা ২ এর মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশুর নেতৃত্বে কালেক্টরেট চত্বরে আনন্দ মিছিল হয়েছে।