সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ২১ কেজি হরিণের মাংসসহ দুই চোরা হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড ও বন বিভাগ। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কাটেশ্বর টহল ফাঁড়ির ওসি মিজানুর রহমান বিকালে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, একদল চোরা শিকারী হরিণ জবাই করে জেলিয়াখালীতে মাংস পাচারের খবর পায় আসে। পরে দুপুরে টহল দলের কাছে দুই শিকারী হরিণের মাংসসহ হাতেনাতে আটক হন।
আটকরা হলেন, মোহাম্মদ মশিউর রহমান শামীম (৪৭) ও মো. লুৎফর রহমান (৬০)। তারা শ্যামনগর থানা এলাকার বাসিন্দা।
তাদের কাছ থেকে হরিণের ২১ কেজি টাটকা মাংস ও একটি মোটরবাইক জব্দ করা হয়েছে জানিয়ে ওসি মিজান আরও বলেন, কোস্টগার্ড ও বনবিভাগের জিজ্ঞাসাবাদে হরিণ শিকারের কথা স্বীকার করেন ওই দুইজন।
আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।