সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ পাচু সরকার (৫২) নামের এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার বেলা ২টার দিকে বৈকারী সীমান্ত থেকে এসব স্বর্ণের বারসহ ওই চোরাচালানীকে আটক করা হয়। আটক পাচু সরকার বৈকারি এলাকার দুর্গাচরণ সরকারের ছেলে।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারি সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাচু সরকারের দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
এর ওজন ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা। আটক আসামিকে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারী জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।