নিজস্ব প্রতিবেদক : ইয়াং টাইগার্স অনুর্ধ্ব—১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ে টানা তৃতীয় জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে যশোর জেলা দল। শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরাকে ৩ উইকেটে পরাজিত করে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট অর্জন করে তুষার ইমরান—সৈয়দ রাসেলের উত্তরসূরিরা।
যশোরের বোলারদের তোপের মুখে ৪৪ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে সাতক্ষীরা জেলা দল। আর বোলাদের করা ভিতের উপর দাঁড়িয়ে ব্যাটারদের জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। যশোর জেলা দল মাত্র ৩১ ওভার খেলে ৭ উইকেটের বিনিময়ে ১১৮ রানের জয় তুলে নেয় গৌতম দত্তের শিষ্যরা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা জেলা দল। দলের তামিম শাহারিয়া ৪২, আরাফাত জামান ১৫, আল শাহারিয়ার ১২ ও এসকে জনি ১১ রান করেন। এছাড়া ১৭ রান অতিরিক্ত থেকে যোগ হয় দলীয় খাতায়। বল হাতে যশোর জেলা দলের আশরাফুজ্জামান ও সানোয়ার হোসেন ৩টি করে, আসিফ জামান ২টি, আবির পাল ও ফারহান সিদ্দিক ১টি করে উইকেট নেন।
ব্যাট হাতে যশোর জেলা দলের মাহিনুর রহমান ৩৩, কাবিদ আল সায়েম ৩০, সাকিবুর রহমান ১১ রান করেন। অতিরিক্ত থেকে আরও ২৫ রান পায়। বল হাতে সাতক্ষীরার এসকে জনি ৪টি, শাহারিয়া, বায়জিদ বুসতামি ও দ্বিপন রায় ১টি করে উইকেট নেন।