খুলনা প্রতিনিধি : র্যাব—৬ পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সাড়ে ৫হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ১৩ ডিসেম্বর বিকেলে ঘাট এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো খুলনা মহানগীর ময়লাপোতায় বসবাসকারী শরিয়তপুর জেলার পালং থানা এলাকার শেখ মামুন’র ছেলে শেখ সিরাজুল ইসলাম ওরফে আকাশ (১৯), আমতলায় বসবাসকারী বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এলাকার মৃত ইবাদুল গাজীর ছেলে নয়ন গাজী ওরফে ইমরান (২০) ও নগরীর একই এলাকায় বসবাসকারী পিরোজপুর সদর থানা এলাকার মনির হোসেনের ছেলে মাহমুদ রিজভী (২৩)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
র্যাব জানায়, ১৩ ডিসেম্বের র্যাব—৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রূপসা থানাধীন পূর্ব রূপসা বাসস্ট্যান্ড থেকে বাসে করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে খুলনার উদ্দেশ্য আসছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ বিকেলে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড থেকে সাড়ে ৫হাজার ইয়াবা ট্যাবলেটসহ শেখ সিরাজুল ইসলাম ওরফে আকাশ (১৯), নয়ন গাজী ওরফে ইমরান (২০) ও মাহমুদ রিজভীকে (২৩) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ২টি রুপার আংটি, ১টি রুপার ব্রেসলেট এবং নগদ চার হাজার ৫০ টাকা জব্দ করা হয়।