নিজস্ব প্রতিবেদক : যশোরে সাড়ে চার লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে র্যাব। এসময় ভারতীয় এক নাগরিকসহ চারজনকে আটক করা হয়েছে। এই ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করেছেন র্যাবের ডিএডি আবু তাহের।
আটককৃতরা হলো, ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ থানার মহিগঞ্জ সাহাপাড়ার মৃত গোপাল চন্দ্র সাহার ছেলে সিদাম সাহা, বাংলাদেশের বেনাপোল পোর্ট থানার উত্তর গাতিপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে বিউটি খাতুন, যশোর শহরের চাঁচড়ার রাজা বরদাকান্ত সড়কের মৃত আমজাদ শেখের মেয়ে শাহিনুর খাতুন ও নড়াইল সদরের বাঁশগ্রামের করিম গাজীর মেয়ে ফাতেমা খাতুন।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে যশোর শহরের রেল স্টেশন এলাকার হরিজন পল্লীর সামনে চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এসময় ওই চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় তেল, সাবান, শ্যাস্পু, বডি স্প্রে ও ফেস ওয়াশসহ চার লাখ ৬০ হাজার টাকার চোরাই পণ্য। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।