কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি সড়কের শিকারপুর চৌরাস্তার মোড়ের বাজারে মঙ্গলবার দিনগত রাতে আগুনে পুড়ে ৪টি দোকান ছাই হয়ে গেছে। এতে দুই লাখ নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, কেশবপুরের সাগরদাঁড়ি সড়কের শিকারপুর চৌরাস্তার মোড়ে খুব অল্পদিনে একটি নতুন বাজার গড়ে ওঠে। কেশবপুর শহর থেকে অল্প দূরের এই বাজারের দোকানিরা মঙ্গলবার দিনগত রাতে প্রতিদিনের মতো তাদের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর গভীর রাতে ওই চৌরা¯স্ত মোড়ের বাজারে আগুন লেগে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাজারের হোটেল ও টি স্টোরের মালিক হাফিজুর রহমান জানান, আগুন লেগে প্রতাপপুর গ্রামের লিটনের মুদিখানার দোকান, দেউলী গ্রামের ইন্দ্রজিতের সেলুনের দোকান, হাবিবুর রহমানের ইলেকট্রনিকের দোকান ও হাবিবুর রহমানের কাঁচা মালের দোকান পুড়ে দুই লাখ নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লিটনের মুদি দোকান হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান। মুদি দোকানি লিটন জানান, তার দোকানে দুই লাখ নগদ টাকা রাখা ছিলো; যা আগুনে পুড়ে গেছে।