সমাজের কথা ডেস্ক : ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী। শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শপথ নেওয়া নতুন চার উপদেষ্টার দায়িত্ব বণ্টন ও বিদ্যমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন–সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
নতুন উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন:
ওয়াহিদ উদ্দিন মাহমুদ– পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়;
আলী ইমাম মজুমদার– প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত;
মুহাম্মদ ফাওজুল কবির খান– বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়;
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী– স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়।
বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন:
সালেহ উদ্দিন আহমেদ– অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়;
আসিফ নজরুল– আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়;
আদিলুর রহমান খান– শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়;
রিজওয়ানা হাসান– পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়;
নাহিদ ইসলাম– ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়;
আসিফ মাহমুদ– যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়;
ফারুক-ই-আজম– মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়;
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন– বস্ত্র ও পাট মন্ত্রণালয়।