ক্রীড়া ডেস্ক : হোয়াইটওয়াশ করে পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ রাঙিয়েছে বাংলাদেশ। এই জয়ের আনন্দের রেশ নিয়ে কাল বুধবারই দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে তাদের সঙ্গে বিমানে উঠবেন না সাকিব আল হাসান। তিনি ছাড়া বাকি ক্রিকেটাররা দুই ভাগে দেশে ফিরছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি জানিয়েছে।
ক্রিকেটারদের এক অংশ আগামীকাল (বুধবার) রাত ১১টায় ঢাকায় পৌঁছাবে। আর পরের বহর পরদিন বৃহস্পতিবার দুপুর ২টায় পৌঁছানোর কথা রয়েছে। সব ক্রিকেটার ফিরলেও সাকিব চলে যাবেন ইংল্যান্ডে। ওখানে কাউন্টি ক্রিকেট খেলার কথা বাঁহাতি এই অলরাউন্ডারের।
ক্রিকেটাররা দেশে ফিরে অবশ্য খুব বেশি দিন ছুটি পাচ্ছেন না। কেননা সামনেই তাদের ভারত সিরিজ। আগামী সপ্তাহর মাঝামাঝিতেই অনুশীলন শুরু হবে। ভারত সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর অনুশীলন শুরুর কথা রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। পরের টেস্টটি ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে রওনা হবে নাজমুল হোসেন শান্তরা।