ক্রীড়া ডেস্ক : গত কয়েকদিন ধরে সাকিব আল হাসানের বিষয়ে আলোচনা হচ্ছে। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের নামে হত্যা মামলা হয়েছে। এ অবস্থায় তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে এ নিয়ে প্রশ্ন উঠেছে।
এর মধ্যে বিসিবি জানিয়েছে, সাকিবের শাস্তি হওয়ার আগপর্যন্ত তাকে ছাড় দেবে তারা। এর আগে পর্যন্ত খেলে যাবেন তিনি। বৃহস্পতিবার বিসিবিতে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সিরিজের পর।
এর আগে সাকিব দেশে ফিরবেন না। কাউন্টি ক্রিকেটে তার খেলার ব্যাপারটিও নিশ্চিত করেছেন ফারুক। অর্থাৎ ভারত সিরিজের আগে দেশে ফিরবেন না সাকিব। ফারুক বলেন, 'ওর এনওসি নেওয়া আছে। ভারত সিরিজ বাইরে থেকে এসেই খেলবে। ভারত সিরিজের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। '