নিজস্ব প্রতিবেদক : যশোরের প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বুধবার দুপুরে যশোরের কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ডেইলি ইন্ডিপেন্ডেন্ট ও বার্তা সংস্থা ইউএনবি’র প্রতিনিধি ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ সাংবাদিক এমএ মান্নান মিয়া দীর্ঘদিন বাড়িতে শয্যাশায়ী ছিলেন। মঙ্গলবার রাতে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে তার পুলিশ লাইন টালিখোলা এলাকার বাড়িতে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। স্বজনদের সান্ত¦না দিতে যান শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বুধবার দুপুরে তাঁর মরদেহ প্রেসক্লাব প্রাঙ্গনে নিয়ে আসা হয়। এসময় প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর, জেলা আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন সংগঠন তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর বাদ জোহর পুলিশ লাইন মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এর আগে গত রোববার (২৬ মার্চ) চিরবিদায় নেন যশোরের জ্যেষ্ঠ নারী সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার শাহানারা বেগম (৬৬)। দু’দিনের ব্যবধানে দু’জন জ্যেষ্ঠ সাংবাদিকের প্রয়াণে যশোরের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রয়াত এই দুই সাংবাদিক স্মরণে শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর দোয়া মাহফিলের আয়োজন করেছে।