সমাজের কথা ডেস্ক : নিজের দেওয়া বক্তব্য সঠিকভাবে উপস্থাপন না করার অভিযোগ তুলে সাংবাদিকের ওপর চটেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ‘নেগেটিভ নিউজ করে উন্নয়ন আশা করা যায় না।’
আজ রবিবার পাবনার ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুরে বাংলাদেশ রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
<<আরও পড়তে পারেন>> ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে রেলে লোকসান হবে না’
এ সময় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, ‘আপনরা সাংবাদিক মানুষ। আমি কালকে পাবর্তীপুর, সৈয়দপুরে যে কথাগুলো বলেছি, তা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। আপনারা তো সমাজের বিবেক। কথাগুলো যদি পজিটিভ ওয়েতে উপস্থাপন না করা হয় সেক্ষেত্রে কিন্তু আমি মনে করব, আপনারা সহযোগিতা করছেন না। আমরা চাই আপনাদের সহযোগিতা। কারণ আপনারাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। আমরা সবাই দেশের উন্নয়ন চাই। সেক্ষেত্রে নেগেটিভ নিউজ করে উন্নয়ন আশা করা যায় না।’
রেলমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে রেলের অনেক লোককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে চাকুরিচ্যুত করে জনবলের সংকট সৃষ্টি করা হয়। যা এখনো অব্যাহত রয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত লোক নিয়োগ করে রেলপথ মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গভাবে চালু করা।’