বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সাংবাদিক দেখে সরে পড়লেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মনিটরিং কর্মকর্তা ও সুখি মানুষের কর্তা ব্যক্তিরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ডেমা উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে ।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ গত ২১ সেপ্টেম্বর এক পত্রে বাগেরহাট জেলার আট উপজেলায় সুখী মানুষের কার্যক্রম মনিটরিংয়ের জন্য ৮ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন। পত্র অনুযায়ী মো. বুলবুল হোসাইনকে বাগেরহাট সদর উপজেলায় দায়িত্ব দেওয়া হয়।
৩ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ডেমা দারুল কোরআন কাওমি মাদরাসা ও লিল¬াহ বোর্ডিং এর ভিতর স্থাপিত ডেমা উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে বাগেরহাটের কর্মরত কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য যান।
এ সময় মনিটরিং টিমের সদস্য মো. বুলবুল হোসাইন , সুখী মানুষের সুপার ভাইজার ফেরদৌস পারভেজ, সুপার ভাইজার মো. মিরাজুল ইসলাম ওই কেন্দ্রের মধ্যে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে সাংবাদিকদের দেখতে পেয়ে মটরসাইকেলে চড়ে কাশিমপুর বাজারের দিকে চলে যান।
সেখানে দাড়িয়ে থাকা এই শিখন কেন্দ্রের সিএমসি (সেন্টার ম্যানেজমেন্ট) কমিটির সভাপতি শেখ কামাল হোসেন বলেন, ১৮ মাসে একটিও সভা হয়নি আমার কাছ থেকে ৩/৪টি রেজুলেশনে বাড়ি থেকে স্বাক্ষর নিয়ে আসছে ।