নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুইদিন ব্যাপী যশোর জেলা সাঁতার লিগ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে সাঁতার ও ওয়াটার পোলো পরিষদ এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সাঁতার লীগের উদ্বোধনী দিনে ১২টি পদক নিয়ে শীর্ষস্থানে রয়েছে যশোর সুইমিং ক্লাব এবং ১০টি পদক নিয়ে দ্বিতীয় স্থাানে রয়েছে সিটি ক্লাব ইয়থ। তৃতীয় স্থানে রয়েছে ডলফিন সুইমিং ক্লাব।
প্রথম দিনে ১১টি ক্লাব সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে যশোর সুইমিং ক্লাব ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৩টি তা¤্র পদক পেয়েছে। সিটি ক্লাব ইয়ুথ ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩ টি তা¤্র পদক পেয়েছে। ডলফিন সুইমিং ক্লাব ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি তা¤্র পদক পায়। ইয়াকুব আলী স্মৃতি সংঘ ১টি রৌপ্য, গোল্ডেন স্টার ক্লাব ১ টি রৌপ্য, ডিডি স্পোর্টিং ক্লাব ১টি রৌপ্য, প্যারাডাইস টিটি ১ তা¤্র, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব ১টি তা¤্র পদক পেয়েছে। ১১টি ক্লাবের মধ্যে বৈশাখী বাণিজ্য সংস্থা এবং মিতালী সংঘ সাঁতার প্রতিযোগিতায় কোন পদক অর্জন করতে পারেনি।
সাঁতার প্রতিযোগিতার আগে সকালে বেলুন উড়িয়ে উদ্বোধণ করেন প্রধান অতিথি যশোর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক রফিকুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর সাঁতার ও ওয়াটার পোলো পরিষদ ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অ্যাড. নজরুল ইসলাম’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি মোকসেদ সফী, যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, যশোর সাঁতার ও ওয়াটার পোলো পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস কচি, সম্পাদক গোলাম মোর্সেদ লিন্টু, সদস্য আকলিমা খানম, রোজালিন আক্তার, এনামুল হক, ইউনুস আলী প্রমুখ।