নিজস্ব প্রতিবেদক: যশোর সাঁতার লীগে ১৩টি স্বর্ণ পদকসহ ২৫টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর সুইমিং ক্লাব। ২১টি স্বর্ণ পদকের মধ্যে ১৩টি স্বর্ণ পদক নিজেদের করে নিয়েছেন যশোর সুইমিং ক্লাবের সাঁতারুরা। ১৭টি পদক নিয়ে রানার্স আপ হয়েছে সিটি ক্লাব ইয়থ। ডলফিন সুইমিং ক্লাব ৯টি পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
শুক্রবার সমাপনী দিনে দু’দিনব্যাপী যশোর জেলা সাঁতার লিগের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে। শুক্রবার বিকাল ৪টায় যশোর জেলা ক্রীড়া সংস্থা সুইমিংপুলে সাঁতার ও ওয়াটার পোলো পরিষদ এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার সমাপ্ত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।
প্রথম ও সমাপনী দিনে মোট ১১টি ক্লাব সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লীগে যশোর সুইমিং ক্লাব ১৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ পদক অর্জন করে। রানার্স আপ হয়ে সিটি ক্লাব ইয়ুথ ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক অর্জন করে। ডলফিন সুইমিং ক্লাব ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক পায়।
গোল্ডেন স্টার ক্লাব ৩ টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ, প্যারাডাইস টিটি ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে। এছাড়াও ইয়াকুব আলী স্মৃতি সংঘ এবং ডিডি স্পোর্টিং ক্লাব ১টি করে রৌপ্য পদক অর্জন করেছে। গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ১১টি ক্লাবের মধ্যে বৈশাখী বাণিজ্য সংস্থা এবং মিতালী সংঘ সাঁতার প্রতিযোগিতায় কোন পদক জিততে পারেনি।
সমাপনী দিনে বিকালে প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যশোর সাঁতার ও ওয়াটার পোলো পরিষদের সভাপতি অ্যাড. নজরুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুষার কুমার পাল।
উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি মোকসেদ সফী, যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, যশোর সাঁতার ও ওয়াটার পোলো পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস কচি, সম্পাদক গোলাম মোর্সেদ লিন্টু, সদস্য রোজালিন আক্তার, সোহেল আল মামুন, এনামুল হক, ইউনুস আলী, নিশাদ, খাইরুজ্জামান বাবু, হিমাদ্রী সাহা মনি, আকলিমা খাতুন অঁাখি প্রমুখ।