২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
রেকর্ড জয় বাংলাদেশের
সর্বোচ্চ ইনিংস, দ্রুততম শতরান, রেকর্ড জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি এবং শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের জ্বলমলে ব্যাটিংয়ের পর বল হাতে ঘূর্ণি জাদু দেখালেন ফাহিমা-জান্নাতুলরা। দুজনে মিলে তুলে নিলেন দশ উইকেট। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭২ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে থাইল্যান্ড নারী দল গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানেই। ১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল টাইগ্রেস মেয়েরা।
ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের বড় ব্যবধানে জয়ের রেকর্ডটাও হয়েছে আজ। এর আগে আইরিশ মেয়েদের বিপক্ষে ১৫৪ রান ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের।
আজ (বৃহস্পতিবার) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান থাই অধিনায়ক নারুয়েমল চাওয়াই। শুরুতে ব্যাট করতে নেমে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি গড়েছিল বাংলাদেশ।

নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার। জবাবে ২৮ দশমিক ৫ ওভারেই দলীয় ৯৩ রানে অলআউট হয়ে গেছে থাই মেয়েরা। পাঁচটি করে উইকেট শিকার করেছেন দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। মেয়েদের ওয়ানডে ইতিহাসে এক দলের দুই বোলারের একই ম্যাচে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এটিই প্রথম।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ ছিল না থাইল্যান্ডের। দলীয় ৩৮ রানের মাথায় তাদের উদ্বোধনী জুটি ভাঙেন ফাহিমা। ২৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন থাই ওপেনার ছানিদা সুথিরুয়াং। পরপর আরও দুটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আটকে ফেলেন ফাহিমা। এরপর তোপ দাগেন জান্নাতুল। একের পর এক উইকেটের উৎসবে শেষ পর্যন্ত ৯৩ রানে গুটিয়ে গেছে থাই মেয়েরা।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে উদ্বোধনী জুটি ভেঙেছিল টাইগ্রেসদের। ওয়ানডে অভিষেক ম্যাচ খেলতে নামা ইসমা তানজিম ১৩ বলে ৮ রান করেন। দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিন মিলে শতরানের জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন। আউট হওয়ার আগে ৮২ বলে ৫৩ রান করেন ফারজানা। চারে ব্যাট করতে নামা নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে আবারও বড় জুটি গড়েন শারমিন। ১৩৮ বলে ১৫২ রান এসেছে এই জুটি থেকে। তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও এটি।

ওয়ানডে ক্যারিয়ারে ৫৩টি ম্যাচ খেলে ফেললেও এতদিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেননি জ্যোতি। আজ সে অপেক্ষা ঘুচেছে। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতক পেরোলেন জ্যোতি। ১৫ চার ও এক ছক্কায় ৭৮ বলে সেঞ্চুরির দিনে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েন টাইগ্রেস অধিনায়ক। ইনিংসের শেষ বলে ব্যক্তিগত ১০১ রানে জ্যোতি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শারমিন। ১২৬ বলে ৯৪ রান এসেছে টাইগ্রেস এই ব্যাটারের ব্যাট থেকে।

প্রসঙ্গত, বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ১৫ এপ্রিল পরের ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৭ ও ১৯ এপ্রিল বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram