নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার নানা আয়োজনের যশোরের শিড়্গা প্রতিষ্ঠানগুলোতে উদযাপিত হয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা। আয়োজনের মধ্যে ছিল সকাল আটটায় প্রতিমা আনায়ন, সাড়ে আটটায় প্রতিমা প্রতিষ্ঠা, সকাল ১০টায় পূজা আরম্ভ, ১১ টায় প্রসাদ বিতরণ ও বিকেল প্রতিমা নিরঞ্জণ করা হয়।
যশোর আইনজীবী সমিতি : বৃহস্পতিবার যশোর আইনজীবী সমিতির উদ্যোগে সরস্বতী পূজা উদযাপণ করা হয়েছে। সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা আয়োজন করা হয়। পূজা উপলড়্গে পুরো ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামানিকের নেতৃত্বে এ ধর্মীয় উৎসব পরিদর্শন করেন জজশীপ ও ম্যাজিস্ট্রেসির বিচারকবৃন্দ।
বিচারকদের মধ্যে আরও উপ¯ি’ত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, যুগ্ম জেলা ও দায়রা জজ খাইরম্নল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, মঞ্জুরম্নল ইসলাম, লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাফিয়া সুলতানা, সহকারী জজ লাভলী নাজনীন, সুজাতা আমিন, লাবনী খাতুন প্রমুখ।
আরও উপ¯ি’ত ছিলেন, পিপি এম ইদ্রিস আলী, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক, সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন প্রমুখ।
পূজা উদযাপন পর্ষদে ছিলেন, গৌরচাঁদ মন্ডল, প্রদীপ কুমার পাঠক, অঞ্জনা রানী ধর, স্বপন কুমার ভদ্র, বাসুদেব বিশ্বাস, যুথিকা ঘোষ, শাšত্মনু সরকার পল্টন, আরতি ঘোষ, অজিত দাস, কিশোর কুমার সাহা, ও পলাশ সরকার। এদিকে সরস্বতী পূজাকে কেন্দ্র করে পুরো ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
যবিপ্রবি : বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে প্রতিমা ¯’াপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরম্ন হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিড়্গক-শিক্ষার্থীবৃন্দ।
সকাল ১০টায় সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
যবিপ্রবি পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে সংড়্গপ্তি আলোচনা সভায় আরও উপ¯ি’ত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. সুমন চন্দ্র মোহšত্ম, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সুজন চৌধুরী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক তরম্নন সেন, নার্সিং অ্যান্ড হেল্থ সায়েন্স বিভাগের প্রভাষক অঞ্জন কুমার রায়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক স্বরাজ মলিস্নক, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক দেবাশীষ রায়, মেডিকেল অফিসার ডা. রম্নদ্র প্রসাদ বিশ্বাস, সেকশন অফিসার রামানন্দ পাল, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধর প্রমুখ। সংড়্গপ্তি আলোচনা সভা পরিচালনা করেন যবিপ্রবির সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রী কংকন বিশ্বাস।
যশোর মেডিকেল কলেজ : যশোর মেডিকেল কলেজে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপ¯ি’ত ছিলেন মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক ডা. ইলা মন্ডল, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গৌতম কুমার আচার্য্য, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চড়্গু বিভাগের চিকিৎসক হিমাদ্রী শেখর সরকারসহ কলেজের শিড়্গার্থীরা।
যশোর নার্সিং ইনস্টিটিউট : যশোর নার্সিং ইনস্টিটিউটে শিড়্গার্থীরা ক্যাম্পাসে সরস্বতী পূজা উদযাপন করেছেন। এসময় উপ¯ি’ত ছিলেন, প্রতিষ্ঠানের ইনচার্জ খুকু বিশ্বাস, শিড়্গকিা মনোয়ারা খাতুন, শিড়্গার্থী সবুজ চন্দ্র রায়, রিতা বিশ্বাস প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
যশোর সরকারি এমএম কলেজ : যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সকাল সাড়ে ১০টায় পূজা আরম্ভ করা হয়। কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু ধর্মাবলম্বী শিড়্গক, শিড়্গার্থীদের উপ¯ি’তিতে পূজা আরম্ভ করা হয়। পরিদর্শন করেন ও বক্তব্য রাখেন অধ্যড়্গ প্রফেসর মর্জিনা আক্তার।
এসময় উপ¯ি’ত ছিলেন, পূজা উদযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক অসিত কুমার দত্ত, সহযোগী অধ্যাপক নীতিশ কুমার, সহকারী অধ্যাপক বিধান ভদ্রসহ শিড়্গক শিড়্গার্থীবৃন্দ।
যশোর সরকারি মহিলা কলেজ : সরকারি মহিলা কলেজের পূজা পরিদর্শন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন অধ্যড়্গ প্রফেসর অমল কুমার বিশ্বাস, পূজা উদযাপন কমিটির আহবায়ক অলোক কুমার ব্যানার্জি, সহকারী অধ্যাপক সুভাশীষ মজুমদার, প্রভাষক দীপ্তি মিত্র, দেব প্রসাদ হালদারসহ শিড়্গক, শিড়্গার্থীবৃন্দ।
যশোর সরকারি বালিকা উ”চ বিদ্যালয় : সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়। পূজা পরিদর্শন করে যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকত। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিড়্গক জয়šত্মী নন্দী, সিনিয়র শিড়্গক মেঘমালা অধিকারী, মানসী অধিকারী, শ্রাবণী পাল প্রমুখ।
যশোর জিলা স্কুল : যশোর জিলা স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা পরিদর্শন করেন ও বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। উপ¯ি’ত ছিলেন প্রধান শিড়্গক শোয়াইব হোসেন, অনুষ্ঠানের আহবায়ক বিধান চন্দ্র রায়, সিনিয়র শিড়্গক নজরম্নল ইসলাম খান, প্রাক্তন সিনিয়র শিড়্গক স্বপ্না রানী দাস প্রমুখ।
যশোর আব্দুর রাজ্জাক কলেজ : ডা. আব্দুর রাজ্জাক কলেজের অডিটোরিয়ামে সরস্বতী পূজার আয়োজন করা হয়। পূজা পরিদর্শন করেন অধ্যড়্গ জেএম ইকবাল হোসেন। এসময় উপ¯ি’ত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক উত্তম কুমার পাল, সহকারী অধ্যাপক ড. আপন গাঙ্গুলী, প্রভাষক ইন্দ্রজিৎ রায়, সুপ্রিয়া ঘোষসহ শিড়্গার্থীবৃন্দ।
সম্মিলনী ইন্সটিটিউশন : সম্মিলনী ইন্সটিটিউশন স্কুলের মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়। পূজা পরিদর্শন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আব্বাস রাজসহ নেতৃবৃন্দ।
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় : যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে পূজা করেছেন সনাতন ধর্মাবলম্বী শিড়্গক শিড়্গার্থীরা। উপ¯ি’ত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিড়্গক মনোতোষ কুমার নন্দী, সহকারী শিড়্গক জগদীশ চন্দ্র বসু, শঙ্কর কুমার বিশ্বাস প্রমুখ।
যশোর শিড়্গাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ : যশোর শিড়্গা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সকাল ৯টায় পূজা শুরম্ন করা হয়। উপ¯ি’ত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক পবিত্র কুমার স্বর, সহকারী শিড়্গক স্মৃতিলতা, মদন কুমার প্রমুখ।
এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজ : এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজে পূজার আয়োজন করা হয়। পরিদর্শন করেন ভারপ্রাপ্ত অধ্যড়্গ খায়রম্নল আনাম। উপ¯ি’ত ছিলেন সহকারী শিড়্গক বিথীকা দে, জগদীশ দাশ, সর্মিলী বিশ্বাস, অনিমেষ অধিকারী প্রমুখ।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ¯’ানে বাণী অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পৌরসদরের ইউনিভার্স্যাল এডাস স্কুলে বাণী অর্চনার আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, গাজী শহিদুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুল আজিজ, দীপংকর মন্ডল, শিক্ষক অতীষ সরকার, শিউলি বিশ্বাস, প্রভাবতী স্বর্নকার, তানসিনারা ইসলাম লাবু, অঞ্জনা মুখার্জী, সৌরভ সানা, পুলকেষ মন্ডল, ফারহানা ফেরদৌস, আখী মন্ডল, অভিভাবক সমর দাশ, হৈমšত্মী মন্ডল, রানু মন্ডল, সীমা দাশ, ববিতা সরকার, ব্রাহ্মন বিপুল চক্রবর্তী।