শালিখা (মাগুরা) প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়ন কাণ্ডে বদলে গেছে শালিখা উপজেলার চিত্র। রাস্তা—ঘাট, পল্লী অবকাঠামো,শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অংশে ঘটেছে এই উন্নয়ন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) মাধ্যমে সম্পন্ন হয়েছে সরকারের এই উন্নয়ন কর্ম।
এলজিইডির দেয়া তথ্য অনুসারে জানা গেছে,গত ১৫ বছরে এই দপ্তরের মাধ্যমে নির্মাণ করা হয়েছে ২৮৫ কিলোমিটার পাকা রাস্তা। বিদ্যমান সড়কের সংস্কারও করা হয়েছে এ সময়। এর সাথে নির্মিত হয়েছে ৯টি বড় ব্রিজ ও ১৬৯টি কালভার্ট। ৭টি ইউনিয়ন পরিষদ ভবন, ৪টি গ্রোথ সেন্টার, ৯৪টি শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করা হয়েছে, ৪টি খাল খনন করা হয়েছে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স নির্মাণ করা হয়েছে, ১৩টি হাটবাজার উন্নয়ন হয়েছে, ২টি স্লুইচ গেট ৭৫০ হেক্টর জমিতে ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনাসহ ৫০টিরও বেশি মসজিদ, মন্দির, শ্মশান,ঈদগাহ ও কবরস্থানের উন্নয়ন করা হয়েছে।
এ ব্যপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী শোহেব মোহাম্মদ জানান, বর্তমানে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণাধীন রয়েছে। ২০২৩—২৪ অর্থবছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় সীমানা প্রাচীর ও নতুন ভবন নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কার কাজে প্রায় শত কোটি টাকার কাজ চলমান রয়েছে। বিগত ১৫ বছরে নতুন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে প্রায় ৩৯৯ কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় ৬ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে।