সমাজের কথা ডেস্ক : এই সরকারকে বিব্রত করার চেষ্টা করছে কেউ কেউ; তার অংশ হিসেবে সাংবাদিকদের নামে হত্যা মামলা হতে পারে। তবে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করছে সরকার। পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই কথা বলেছেন।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
উপদেষ্টা বলেন, আদালতে গিয়ে আসামিরা হেনস্তার শিকার হচ্ছেন এটা কখনই কাম্য নয়। অন্তর্বর্তী সরকার তা সমর্থন করে না। তবে সবকিছু সবসময় সরকারের হাতে থাকে না।
এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের প্রতিনিধি দল সংস্কারের যে সুপারিশ দেবে সেটাও বিবেচনা করা হবে। গত ৫৩ বছরে পুলিশ জনগণের পুলিশ হয়ে উঠতে পারেনি। যখন যে দল ক্ষমতায় এসেছে তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সংস্কারের মধ্য দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশ পুলিশ গড়তে চাই।