নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঠক নন্দিত পত্রিকা দৈনিক সমাজের কথার ১৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। ১৫ বছর পেরিয়ে ১৬ বছরের যাত্রা শুরুর এ দিনে অতিথি ও শুভানুধ্যায়ীদের পদচারণায় মুখরিত হয় দৈনিক সমাজের কথার দপ্তর।
শনিবার দুপুরের পর থেকে যশোর শহরের লোহাপট্টির গোহাটা সড়কের অফিস আঙ্গিনাটিতে সমাগম ঘটতে থাকে শুভানুধ্যায়ী ও সমাজের বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের।
১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের অভাবনীয় ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন দৈনিক সমাজের কথা পরিবারের সদস্যরা।
শনিবার প্রকাশনার পনের বছর পূর্ণ হওয়ায় পত্রিকা দপ্তরে আয়োজন করা হয় ষোল বছরে পদার্পণ অনুষ্ঠান। বিকেলে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকসহ অন্যান্য শ্রেণি-পেশার শুভাকাক্সক্ষীরাও শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে পত্রিকা দপ্তরে আসেন। অভিবাদন জানাতে আসা অভ্যাগতদের এ সময় মিষ্টিমুখ করানো হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। সমাজের কথা’র ব্যবস্থাপনা সম্পাদক শামীম চাকলাদার, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন ও বার্তা সম্পাদক মিলন রহমানসহ পত্রিকার পরিবারের সদস্যদের সাথে কেক কাটায় অংশ নেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, দৈনিক কল্যাণ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি
রুকুনউদ্দৌলাহ, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সমাজের কথার প্রাক্তন সম্পাদক আব্দুল ওয়াহাব মুকুল, দৈনিক
লোকসমাজের চিফ রিপোর্টার মোস্তফা রুহুল কুদ্দুস, দৈনিক স্পন্দনের বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন, প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য কাজী আশরাফুল আজাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাবেক সভাপতি ফারাজি
আহমেদ সাঈদ বুলবুল ও সাজ্জাদ গনি খাঁন রিমন, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম আর মিলন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ও এনটিভি যশোরের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজল প্রমুখ।
এর আগে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কাজীপাড়া কাঁঠালতলা মসজিদের ইমাম মাওলানা মশিয়ার রহমান।
বিকেল থেকে রাত অবধি ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বীরমুক্তিযোদ্ধা ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি নূর ইসলাম, সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলামসহ নেতৃবৃন্দ, দৈনিক কল্যাণের প্রকাশক ও
সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রুকুনউদ্দৌলাহ, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ গ্রামের কাগজ পরিবার, বার্তা সম্পাদক মিজানুর রহমান মুনের নেতৃত্বে দৈনিক স্পন্দন পরিবার, বার্তা সম্পাদক রেজাউল করিম রুবেলের নেতৃত্বে দৈনিক যশোর পরিবার, যশোর সাংবাদিক ইউনিয়ন সভাপতি মনোতোষ বসু ও
সাধারণ সম্পাদক এইচআর তুহিনসহ নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ নেতৃবৃন্দ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ নেতৃবৃন্দ,
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম আর খান মিলনসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, দৈনিক সত্যপাঠের নির্বাহী সম্পাদক সৈয়দ শাহবুদ্দিন আলমসহ সত্যপাঠ পরিবার, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেনসহ নেতৃবৃন্দ, স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ
সংগঠনের সদস্যরা, যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, রাতদিন নিউজের শিমুল ভূঁইয়াসহ পরিবার, জেলা মাইক লাইট সমিতি,
যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, নবীন-প্রবীণ একাদশ ক্লাব, মেডিল্যাব হাসপাতাল, ইনকিলাবের ব্যুরো চিফ শাহেদ রহমান, সুলতান প্রিন্টিং প্রেস, দৈনিক রানারের প্রকাশক উত্তম কুমার ঘোষ, ভারপ্রাপ্ত সম্পাদক এম আর কবিরুল আলম দীপুসহ রানার পরিবার, প্রজন্ম একাত্তরের প্রকাশক ও সম্পাদক প্রেসক্লাব যশোরের সহ সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু এবং বার্তা সম্পাদক অসীম বোস,
দৈনিক প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ হাসান, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ, যশোর মিনি ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান কাজল,
একাত্তর টেলিভিশনের যশোর প্রতিনিধি এস এম ফরহাদ হোসেন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং যশোর-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী প্রমুখ।