সমাজের কথা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগ ও জেলা পর্যায়ের সফর কর্মসূচিতে কেন্দ্রীয় সমন্বয়কদের নিরাপত্তা দিতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে পুলিশ সদরদফতর। গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদরদফতরের অপরারেশন্স শাখা থেকে এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদরদফতরে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) নাসিয়ান বায়ীজেদ সাক্ষরিত আদেশে বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভাগীয় ও জেলা পর্যায় সফর করবেন বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক ও স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।