নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রী কলেজের সভাপতি কামাল হোসেন হিরা ও কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীনের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা করেছে নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন। রোববার যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছেন তিনি। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে আদেশ দিয়েছেন।
মামলায় বাদী নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন অভিযোগ করেছেন, আসামিরা যোগসাজসে নিয়োগ বাণিজ্য ও তাদের বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ হচ্ছে। এতে ক্ষুব্ধ স্থানীয় সচেতন নাগরিকরা ১৪ মার্চ প্রতিবাদ করেন। বিষয়টি অবগত হয়ে বাদী স্থানীয় স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে কলেজে গিয়ে সভাপতি ও অধ্যক্ষের সাথে আলোচনা ও শিক্ষারমান বজায় রাখার উদ্যোগ গ্রহণ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা বাদীর বিরুদ্ধে ১৯ মার্চ প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন। ওই সম্মেলনে বাদীর বিষয়ে হত্যা, নিয়োগ বাণিজ্য, চেয়ারম্যান হওয়ার আগের পেশা, পরের সহায় সম্পদ নিয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তা অসত্য ও সম্মানহানিকর, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে বাদীর ১ কোটি টাকার সম্মানহানি হয়েছে বলে তিনি মামলায় উলে¬খ করেছেন।