নিজস্ব প্রতিবেদক চৌগাছা (যশোর) : প্রেসক্লাব চৌগাছার দ্বি-বার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে দৈনিক সমাজের কথা’র নিজস্ব প্রতিবেদক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক পদে দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি শাহানুর আলম উজ্জ্বল নির্বাচিত হন।
এছাড়া মনোনীত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ওয়ালিয়ুর রহমান, যুগ্ম সম্পাকদ এ কে এম শামীম আল মামুন শাহীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, অর্থ সম্পাদক বাবলুর রহমান, দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম, সমাজসেবা ও প্রচার সম্পাদক রেজাউল করিম সাগর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মাহবুবুর রহমান সুজন মনোনীত হন। নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন আলমগীর মতিন চৌধুরী, খাজা ফজিল আইজ উজ্জ্বল ও মুকুরুল ইসলাম মিন্টু।
১৩টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে ভোট ও বাকি পদ মনোনীত হয়। সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী ছিলেন শাহানুর আলম উজ্জ্বল। তিনি বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, এস এম হাবিবুর রহমান কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হক, এবিসিডি কলেজ অধ্যক্ষ রেজাউল ইসলাম ও তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু।
নির্বাচন পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, মমতাময়ী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা রাফেজা খানম, সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তমিজ উদ্দীন, তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আশারফ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ গোলাম মোস্তফা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসিমা খানম, পল্লবী ক্লিনিকের ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রেসক্লাব চুড়ামনকাঠির সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংবাদিক মিজানুর রহমান, ইমদাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল হুসাইন, মফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।