সমাজের কথা ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি পুলিশ নিহত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) হেবরন শহরের কাছে পুলিশের গাড়িতে আগুন লাগলে তারা নিহত হন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইদনা তারকুমিয়াহ জংশন এলাকায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে সামরিক বাহিনী। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের খোঁজ করছে বলেও জানান তারা।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস প্রাথমিকভাবে দুইজন নিহত এবং তৃতীয়জন গুরুতরভাবে আহত হওয়ার কথা জানিয়েছিলেন।
কয়েক মাস ধরে এই অঞ্চলে বড় অভিযান চালাচ্ছে ইসরায়েলিরা। বুধবার থেকে পশ্চিম তীরে শত শত ইসরায়েলি সেনা অভিযান চালাচ্ছে। ইসরায়েল বলেছে, ইসলামপন্থি যোদ্ধাদের মূলোৎপাটনের লক্ষ্যে এই অভিযান।
যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও গাজায় ক্রমাগত ভয়ঙ্কর লড়াইয়ের সঙ্গে এই অভিযানটিও বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রবিবারের হামলার সময় তিন পুলিশ সদস্য গাড়িতে ছিলেন এবং তারা নিহত হন।
গাজায় জিম্মি অবস্থায় নিহত ছয় ইসরায়েলি জিম্মি উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘আমরা এমন একটি নিষ্ঠুর শত্রুর বিরুদ্ধে সব ফ্রন্টে লড়াই করছি যারা আমাদের হত্যা করতে চায়।’
ওই ছয় জিম্মির মৃতদেহ রবিবার একটি টানেল থেকে উদ্ধার করা হয়।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার কট্টরপন্থি সদস্য অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের ওপর হামাসের ৭ অক্টোবরের মারাত্মক হামলার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘আমাদের এখন তাই করতে হবে যা আমরা সেই ভয়ানক রাতে করিনি এবং একটি পূব পরিকল্পিত হামলা শুরু ও সন্ত্রাসবাদকে কঠোরভাবে আঘাত দমন করতে হবে।’
পুলিশের ওপর হামলার ঘটনাস্থল থেকে তিনি বলেন, ‘আমরা সব ফ্রন্টে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।’