যে যেভাবে পেরেছে ছুটে এসেছে। আপনজনকে বাঁচাতে কী প্রাণন্তকর প্রচেষ্টা। মরিবাঁচি করে ছুটে আসা এই মানুষগুলোর দৌড় থেমে যায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে। কেননা ওখানে জরুরি তেমন কিছুই হয় না। জরুরি চিকিৎসা তো দূরের কথা ট্রলি পর্যন্ত মেলেনা। তাই অ্যাম্বুলেন্সেই রোগীদের অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। রোববার বিকেলে তিনটি অ্যাম্বুলেন্স এক সাথে এসে পড়ায় অপেক্ষা আরো দীর্ঘ হয় -এইচ আর পরাগ ।