এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। তিনি জনগণের ভাগ্য উন্নয়নে দিন-রাত পরিশ্রম করে চলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তা থামিয়ে দিয়েছিল বিপথগামী সেনা অফিসাররা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল তারা। বঙ্গবন্ধুর স্বপ্নটাকেও তারা হত্যা করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তাঁর সেই স্বপ্ন পূরণে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রীর এ উন্নয়নের পক্ষে সবাইকে থাকতে হবে।
গতকাল বিকালে কেশবপুর উপজেলায় মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বায়সা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শাহীন চাকলাদার আরো বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি অসহায় মানুষের কথা চিন্তা করে দেশে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, শিশু ভাতাসহ অসংখ্যক মানুষকে ভাতা প্রদান করেছেন। ফলে বৃদ্ধ বয়সেও ঘরে বসে মোবাইলে ভাতা পাচ্ছেন। যাদের জমি নেই, ঘর নেই তাদের জন্য প্রধানমন্ত্রী উপহার ঘর দিচ্ছেন। দেশে হাজার হাজার ছেলেমেয়েদের চাকরি দিচ্ছেন। এখন আর কোনো মানুষ না খেয়ে থাকে না। এখন সবাই স্বাবলম্বী। দেশ আজ উন্নয়নের গতিতে এগিয়ে চলছে।
উপজেলায় মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাণিক প্রসাদ দত্তের সভাপতিত্বে ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ওলিয়ার রহমান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, আওয়ামী লীগনেতা আমানুর রহমান খান, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জি এম আলতাফ হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, উপজেলা ছাত্রলীগনেতা মুন্নাফ হোসেন মুন্না, মাসুদুজ্জামান প্রমুখ।
অপরদিকে মজিদপুর ইউনিয়নের ১, ৩, ৪ ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালন করে।