খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের নারীদের ক্ষমতায়ন চান। তিনি চান পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবে। দেশের সবখানেই এখন নারীর দৃপ্ত পদচারণা। চিকিৎসা, শিক্ষা , ব্যবসা, রাজনীতিসহ খেলাধুলায়ও সমানে দক্ষতা ছড়াচ্ছে নারীরা। শেখ হাসিনা নারীদের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
বৃহস্পতিবার (১৬ মার্চ) বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এদিন দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কবির খান জামান। বিশেষ অতিথি ছিলেন, রায়পুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন অধ্যক্ষ মাও. নাজমুল হুদা ও খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল জলিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিড়্গক আব্দুল মালেক, জাহেদী পরিবারের প্রতিনিধি আলী হায়দার টফি, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, কলেজ প্রতিষ্ঠাতার জৈষ্ঠ্য সন্তান তারিকুল আনোয়ার টুটুল, খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রম্নবেল রানা, ইউপি সদস্য মহর আলী প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু সাঈদ।